সর্বশেষ:-
ঋতম্ভরা বন্দোপাধ্যায়ের আত্মজীবনী
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট, কলকাতা।।
নাম ঋতম্ভরা ব্যানার্জি। জীবনে রঙিন স্বপ্ন গুলোকে পরিকল্পিত ভাবে রূপায়ণ কামী যোদ্ধা মেয়ে। তিনি একজন সাংবাদিক ও ইউটিউবার। অভিনয় করতে ভালোবাসেন। সিনেমা জগতের সকল শিল্পীর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ অভিনেতৃ সংঘ’ সাথে যুক্ত। ফটোশুট ও মডেলিং করি। বডি ফিটনেস, জুম্বা ডান্স বাংলা গান ও নাচ আমার নেশা ও পেশা । আমার ইউটিউব চ্যানেলের নাম ‘ঋতম্ভরা ইউটিউব ভিডিও ব্লগ ‘ ‘ Ritambhara video vlog’s ‘, মানুষের মধ্যে সচেতনতা ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য ভিডিও ব্লগ করেন :
1) ফিটনেস ভিডিও ব্লগ – মানুষ যাতে শরীর সচেতন হতে পারে এবং শরীর ঠিক রাখতে পারে । বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়া যায় সেই জন্য ব্যায়াম খুব জরুরি।
2) প্রাকৃতিক উপায় ত্বকের যত্ন – মাখনের মতো নরম ত্বক’ সংরক্ষণ করাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন। রাসায়নিক দ্রব্য দিয়ে যেগুলো দ্রব্য তৈরী হয় সেগুলোর ব্যবহার ত্বক কে নষ্ট করে । তাই ঘরোয়া উপায় ফেস প্যাক ব্যবহার করেম। সেগুলিকে ইউ টিউবের মাধ্যমে শেয়ার করা পছন্দ করেন।
3) দেশীয় ভেষজ দিয়ে উপাদান তৈরি করে চুলের যত্ন করা ভিডিও ব্লগ – মেয়েদের চুলই সৌন্দর্য। ‘কুঁচবরন কন্যা তোমার মেঘ বরণ কেশ’ এই উক্তিকে আমি সমর্থন করি। যারা চুলের প্রকৃত পরিচর্যা সম্পর্কে অন্ধকারে রয়েছেন তাদের বিভিন্ন দেশীয় পদ্ধতির মাধ্যমে পরিচর্যা করা শিখিয়ে আলোয় নিয়ে আসার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। চুলের যত্ন সবসময়ই দরকার। যেহেতু আমাদের চুল পড়া এবং চুল রুক্ষ শুষ্ক হওয়া এক মস্ত বড় সমস্যা। দেশীয় ভেষজ দিয়ে উপাদান তৈরি করা শিখিয়ে তাদের মধ্যে খুশির হওয়া নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। যাতে তারা এই সমস্যা থেকে মুক্তি পায় । তাই সেগুলো কে শেয়ার করা পছন্দ করেন।
4) অভিনব রান্নার ভিডিও ব্লগ – নতুনত্ব কিছু বিভিন্ন রান্না দেওয়া যাতে মানুষরা জানতে ইচ্ছুক হয় কেমন রেসিপি বানানো হচ্ছে।
5) বিভিন্ন অনুষ্ঠান কে তুলে ধরা (ঘরে ও বাইরে)- বলতে গেলে আমাদের শহরে যেসব উৎসব পালন করা হয় যথা যেকোন পুজো , ঈদ উৎসব, ক্রিসমাস,নতুন বছর, ভাইফোঁটা সেগুলিকে তুলে ধরা যাতে এগুলো থেকে মানুষরা উৎসাহ পায়। এছাড়াও কিছু অনুষ্ঠান যেগুলো পরিবার এবং সবার সাথে পালন করা যায় ঘরে ঘরে কোনও না কোনও টুকিটাকি প্রোগ্রাম নিয়ে।
6) নানা জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও ব্লগ- জীবনের পথে চলতে চলতে যেকোন ও নতুন জায়গাতে ঘুরতে যাওয়া এবং সাথে নিজের জীবনের মুহূর্ত গুলোকে তুলে ধরা কে মনে করেন এক একটি সেরা মুহূর্ত । সেগুলিকে তুলে ধরছি..
এই প্রত্যেকটি ব্লগ উপস্থাপন করেন যাতে মানুষরা জানতে পারে যে কী কারনে তিনি এই ব্লগগুলি তুলে ধরেছেম।এর দ্বারা তার নিজ দর্শক,শ্রোতারা খুবই উৎসাহ বোধ করছেন এবং প্রচার করছেন।
সাংবাদিকতা অন্যতম শ্রেষ্ঠ পেশা :
সাংবাদিকতায় গ্র্যাজুয়েট হবার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে environmental communication পরিবেশগত যোগাযোগ নিয়ে এম এ পাশ করেছেন। কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন বাংলা দৈনিক পত্রিকা,সাপ্তাহিক বাংলা, ইংরেজি পত্রিকায় বিভিন্ন বিষয়ে নিয়ে লিখছেন। এছাড়াও হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর সদস্য। নারী নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনে প্রতিবাদে তথ্য প্রকাশ করে থাকেন। পরিবেশ দূষন ও প্রতিকা নিয়ে ও পত্র পত্রিকায় ছাপা হয়েছে। নিজের পোর্টাল চ্যানেল এ নিজেই সংবাদ পড়েন ও অন্যান্য অনুষ্ঠান ও করেন। আগামী তে নারী শোষণ ও দুর্দশা নিয়ে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হয়ে মেয়েদের সুরক্ষার বিষয়টি ঘরে ঘরে পৌঁছে দিতে চান বহুগুণে গুণান্বিতা ঋতম্ভরা ।