বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ
- আপডেট সময়- ০৮:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকালে তিনি পদত্যাগ করেন। বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহা-পরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। একাডেমির মহা-পরিচালক হিসেবে মাত্র ১৭ দিন দায়িত্ব পালন করেন আসকারী।
প্রসঙ্গত,
হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















































































































































