সর্বশেষ:-
মুন্সীগঞ্জে বিকাশ ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা লুটকারীরা গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:২৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি(মুন্সিগঞ্জ)।।
মুন্সীগঞ্জে বিকাশ ব্যাবসায়ীর বাসা থেকে ৩লাখ ৪৭ হাজার টাকা লুটকারীদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুলাই) রাত ১০.২৩ মিনিটে। মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দিলে থানা পুলিশ বুধবার (১০ জুলাই) রাত ১০টায় টাকা লুটকারিদের ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। লুন্ঠিত টাকার মধ্যে দুটি স্পট থেকে ব্যাগসহ ১ লাখ ২১হাজার ৮শ টাকা উদ্ধার করে।
এস.আই রমজান আলী (সজল) জানান, সিসি ফুটেজ ও মোবাইল ট্রাকিং করে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আসাদুল ইসলাম ইমন (২৬), পিতা ইয়াসিন মাদবর ভিটিশিলমন্দি, আজমীর হোসেন বাবু (২৬) পিতা: মতিন ঢালী ভিটি শিলমন্দি, ইমন মোল্লা (২২), পিতা পিন্টু মোল্লা, ভিটি হোগলা, পাভেল খা (২৬), পিতা বিল্লাল খা দক্ষিণ ইসলামপুর। তাদের কাছ থেকে ৫টি মোবাইল, সিম কার্ড ও এমবি কার্ড উদ্ধার করা হয়েছে। সদর থানায় মামলা হয়েছে মামলা নং ১৩ তারিখ: ১০/০৭/২০২৪ই, ধারা: ৪৫৭/ ৩৮০ প্যানেল কোড।
বাদী ইলিয়াস জানান, বিকাশের দোকান থেকে টাকা বাড়িতে আসেন। ব্যাগ ঘরের ভিতর রেখে টয়লেটে যান। তখন রাত ১০.২৩ মিনিট। এ সময় কেসিগেট ও দরজা আটকানো হয়নি। টয়লেট থেকে বের হয়েই দেখি টাকা ও মোবাইলের ব্যাগ নাই। পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ দিলে স্থানীয় সিসিটিভির ফুটেজ দেখে ও মোবাইল ট্রাকিং করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ লাখ ২১হাজার ৮শ টাকা উদ্ধার করেছে পুলিশ।
এস.আই রমজান আলী (সজল) জানান, থানায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে আসামীদের।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ