মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ-৮

- আপডেট সময়- ০৫:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনন্দপুর এলাকায় বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও উজির আলীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহতরা হলেন—শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এদের মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোডাউনের সময় একটি অটোরিকশার গ্লাস ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা শুক্রবার রাতে সংঘর্ষে রূপ নেয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে একটি অটোরিকশার সাথে ধাক্কায় গ্লাস ভেঙ্গে যায়। এনিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই হালিম ও উজির আলী গ্রুপের সমর্থকদের মধ্যে এই শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ