দোয়ারাবাজার সুরমা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- আপডেট সময়- ০৭:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে মাইন উদ্দিন (১৬) নামে বাকপ্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জুন) বিকেলে দোয়ারাবাজার সদরের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাইন উদ্দিন (১৬) উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের – মৃত নূরুল ইসলাম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত কিশোর মাইন উদ্দিন বাক প্রতিবন্ধী ছিলেন। বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাজ করতেন এবং ওই বাজারেই বসবাস ছিলো তার। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত মূখ।
গত ১৯ জুন বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা যায়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয়রা সুরমা নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে দোয়ারাবাজার থানায় খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে কি কারনে মৃত্যু হয়েছে তা পোস্ট মর্টেমের পর জানা যাবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






























































































































































