সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, ক্যাম্পাস নিউজ, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, শিক্ষাঙ্গন
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি আদুরী রানী

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা দেখতে যাওয়া ১৫ বছর বয়সী আদুরী রানীকে অপহরণের ১৭ দিন পরও খোঁজ মেলেনি মেয়েটির। দিশেহারা পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন, যখন থামেছে তাদের খাওয়া-দাওয়া, তখন পুলিশের তদন্তও কাঙ্ক্ষিত গতি পায়নি।
ঘাঘোয়া ইউনিয়নের ঠেঙ্গামারা পালপাড়া গ্রামের সুবল চন্দ্র দাসের কন্যা আদুরী রানী স্থানীয় ঘাগোয়া রুপার বাজার মাতৃভাষা মডেল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দাড়িয়াপুর মন্দিরের পূজা মণ্ডপে যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, শিপুল মিয়া নামের এক যুবক দীর্ঘদিন ধরে আদুরীকে স্কুলে যাতায়াতের পথে অপ্রীতিকর প্রস্তাব দিচ্ছিল। পূজা দেখতে বের হওয়া আদুরীকে মন্দিরের রাস্তা থেকে স্থানীয় কয়েক বখাটে যুবক অপহরণ করে। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও পার্শ্ববর্তী এলাকায় তন্নতন্ন করে খোঁজার পরও আদুরীর কোনো সন্ধান পাননি।
আদুরীর বাবা সুবল চন্দ্র দাসের ভাষ্য, “সেদিন সন্ধ্যা সাতটার পর থেকেই আমরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। আজ ১৭ দিন হয়ে গেল, তবু আমার মেয়েকে খুঁজে পাইনি। আমি আমার মেয়েকে ফেরত চাই।”
আদুরীর মা ধলি রানী বলেন, “মেয়ের শোকে আমার খাওয়া-দাওয়া বন্ধ। সারাদিন শুধু মেয়ের কথাই মনে পড়ে। থানায় অভিযোগ করেছি, কিন্তু পুলিশ এখনো আমার মেয়েকে খুঁজে দিতে পারেনি।”
অভিযোগ রয়েছে, অপহরণের পর থেকে শিপুল মিয়া ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে। গাইবান্ধা সদর থানায় আদুরীর বাবার করা অপহরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “মেয়েটিকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলা রুজু হওয়ার পর আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মেয়েটিকে উদ্ধার করতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার তরুণ-যুবাদের একটি চক্র নিয়মিতই এমন অপরাধে জড়িত থাকলেও প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবে তারা বেপরোয়া হয়ে উঠেছে। শিশু অধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত আদুরীকে উদ্ধারের দাবি জানিয়েছে।
এদিকে, আদুরীর নিরাপদ ফেরতের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে গণআন্দোলনের মোড়। নাগরিক সমাজের পক্ষ থেকে অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ