না’গঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৬:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জে সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
শুক্রবার (২৩ মে) আয়োজিত এই কর্মশালায় নাগরিকদের সংবিধানিক অধিকার ও বর্তমান আইনের নানান দিক নিয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান, আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী, পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, আইন বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।কর্মশালায় সংবিধান, আইনের শাসন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ