সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্নহত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকাশ ইসলাম (২২) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর গোপিনাথপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ইসলাম ওই ইউনিয়নের আমজাদ মোড় এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপিনাথপুর গোরস্তানের সামনে বালুর চরে একটি গাছে রশিতে ঝুলছিল যুবকের মরদেহ।এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আকাশের চাচাতো ভাই স্বপন বলেন, কিছুদিন যাবত আমার ভাইয়ের পারিবারিক সমস্যা চলছিল এ কারনে আজ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার এসআই(নিঃ) হাফিজুর রহমান বলেন,হরিপুর পদ্মা চরে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে।
এদিকে নিহত আকাশ আত্নহত্যার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন,অল্প বয়সে শিশুটা মায়ের জন্য শিশুরা বাবা হারাইলো।আমার ছেলে ওয়াজ তার বাবা আমি আকাশ।আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ আক্রমণ করে এবং ওর মা আমার স্ত্রী ,আমার বউ আমার সাথে খুব খারাপ আক্রমণ হওয়ার কারণে আমি সুসাইট করতে বাধ্যতামূলক মূল্য সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ যেন সবার সাথে ভালোভাবে চলাফেরা করতে পারে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ