হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময়- ০৬:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
মামুনুল হক। ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট।।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে মামুনুল হকের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামুনূল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামুনুল হক অসুস্থ থাকার কারনে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি।এ বিষয়টি আদালতকে জানানো হয়েছে। বিজ্ঞ আদালত আবেদনটি গ্রহণ না করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। এর আগে একই আদালত ৪ এপ্রিল মামুনুল হককে এ মামলায় জামিনে মুক্তি দিয়েছেন।
প্রসঙ্গ উল্লেখ্য যে, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়েল রিসোর্টে কথিত স্ত্রীসহ ঝর্না সাথে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে তার অনুসারীরা মামুনুলকে ছিনিয়ে নেন। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী ঝর্না।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ