সর্বশেষ:-  
                            
                            শ্রীনগরে সরকারি খাল দখল করে দেদারে চলছে ড্রেজার বাণিজ্য
 
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময়- ০৪:১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
 
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সরকারি খাল ব্যবহার করে অবৈধ ড্রেজার বাণিজ্য করছে অসাধু কিছু ব্যবসায়ীরা।এতে হুমকির মুখে পড়ছে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক।শ্রীনগর উপজেলা থেকে জেলা শহরে যোগাযোগের একমাত্র সড়ক ও সরকারি খালটি ব্যবহার করে এ অবৈধভাবে ড্রেজার বাণিজ্য চালানো হচ্ছে।সড়কটির পাটাভোগ ইউনিয়নের সীমানাবর্তি হরিরবাড়ি সংলগ্ন রাস্তার পাশে খালের উপর ড্রেজারের সাব-স্টেশন স্থাপন করেছে ড্রেজার সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট মহল।নন্দিপাড়া মৌজায় ফসলী জমি ভেকু দ্বারা পকেট করে আনুমানিক প্রায় ১(এক) একর জমি ভরাট বাণিজ্য চালাচ্ছে এ সিন্ডিকেট মহল।পাটাভোগ ইউনিয়নের বেজগাও এলাকার সবুজ ও জাফর গংদের নেতৃত্বে সিন্ডিকেট মহলটি নন্দিপাড়া চকসহ অত্র এলাকায় জমি ভরাটযজ্ঞ করছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেট চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে কোন প্রতিবাদও করতে পারছেনা।তবে জেলা শহরে যোগাযোগের এ গুরুত্বপূর্ণ সড়কটি বালু ভর্তি ভারি ড্রাম ট্রাকের কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছে।দিবা-রাত্রি বালু বোঝাই ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে জনসাধারণের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।তারা বলেন,প্রায় সময় সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রাস্তার এক পাশে বালু রাখা হয়।এতে খোলা বালু চোখে প্রবেশ করে।তাছাড়া একপাশে বালু রাখায় যানবহান চলা চলেও অসুবিধা হয়।আর বালু রাস্তায় রেখে পেলুদিয়ে ঠেলে সরকারি খালে ফেলা হয়।এ সময় অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনা।ফলে সাধারণ মানুষের চলা ফেরায় ভোগান্তি হচ্ছে।ড্রেজার ব্যবসায়ী চক্রের সদস্যরা কারও কথা শুনছে না।প্রভাব খাটিয়ে ভরাট বাণিজ্য করছে।এমনকি স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কারোও কাছে বলেও কোন সমাধান হচ্ছে না।একটি সূত্র জানায়,ছনবাড়ী চৌরাস্তা থেকে পূর্ব দিকে মুন্সীগঞ্জ মূখি হরিরবাড়ি সংলগ্ন সরকারি খালের উপর ড্রেজারের স্টেশন স্থাপন করা হয়েছে।এই ড্রেজারটি স্থানীয় সবুজ ও জাফর গংদের ছত্র-ছাঁয়ায় পরিচালিত হচ্ছে।সূত্রটি বলছে,এলাকার স্থানীয়রা প্রভাব খাটিয়ে যদি
অবৈধভাবে ড্রেজার ও ভরাট বাণিজ্য করে তাহলে সাধারণ মানুষের কি বলার থাকে।খোঁজ নিয়ে জানা গেছে,সবুজ ও জাফরগং এলাকায় মাটি খেকো হিসেবে পরিচিত।এ কাজে তারা এলাকায় গড়ে তুলেছেন একটি সক্রিয় ড্রেজার ও ভরাট বাণিজ্যের সিন্ডিকেট।সরেজমিনে গিয়ে এ বিষয়ে অভিযুক্ত জাফর গংয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজার কারও ক্ষতি করছে না।তাছাড়া আমরা ইএনও,এসিল্যান্ড এমন কি থানায় সালামি দিয়েই কাজ করছি।তারা কেউই তো আমাদের কিছু বলবে না।স্থানীয় প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিরা সব জানেন।তারা তো কিছু বলেনা।আপনাদের সমস্য হয় কেন?এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সচেতন নাগরিক জানান,প্রশাসন ছোট-খাটো অনেক ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।কিন্তু সড়কের ওপরে ড্রাম ট্রাক দিয়ে বালু ফেলে সরকারি খাল ব্যবহার করে ড্রেজার ব্যবসা দৃশ্যমান হওয়া সত্বেও এ ড্রেজারটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।আমি আশা করি সংশ্লিষ্ট প্রশাসন ড্রেজারটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।শ্রীনগর উপজেলা সহকারী (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান,খোঁজ নিয়ে দেখছি।তারা যদি ড্রেজারটি এখনও চালু রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।
							
                            নিউজটি শেয়ার করুন..
 ট্যাগস:- 
                                                          
- 
                                    সর্বশেষ সংবাদ
- 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			

































































































































































