সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, ক্যাম্পাস নিউজ, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, শিক্ষা ও সাহিত্য, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য কথা
পলাশবাড়ীতে এসএসসিতে ফেলের শোকে ১৬ বছরের লাবণ্যের আত্মহত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ফলাফলের শোকে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী লাবণ্য আক্তার। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের নূরপুর এলাকার নিজ বাসায় গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয় এই কিশোরী।
লাবণ্য পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ১টি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে সে গভীর মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের সদস্যরা জানান, ফলাফল জানার পর থেকেই লাবণ্য অস্বাভাবিকভাবে চুপচাপ ও বিমর্ষ হয়ে পড়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। লাবণ্যের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লাবণ্যের আত্মীয়রা জানান, সে পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। পরিবারের কেউই আশা করেনি যে একটি বিষয়ে ফেল করার কারণে সে এমন চরম সিদ্ধান্ত নেবে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক ও হতবাক প্রকাশ করেছেন।
শিক্ষাবিদরা এই ঘটনাকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বলেন, পরীক্ষার ফলাফলকে জীবনের চূড়ান্ত মাপকাঠি হিসেবে বিবেচনা করার এই মানসিকতা পরিবর্তন করতে হবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও সচেতন হওয়া প্রয়োজন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ