জব্দ অর্থের উৎস প্রমাণ করতে ব্যর্থ: বরখাস্ত গাইবান্ধার এলজিইডি প্রকৌশলী

- আপডেট সময়- ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ এবং গাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা বহনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৩ মার্চ রাতে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর সদস্যরা একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি চালান। গাড়ির পেছনের ডালা থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলে পরিচয় দেন। পরে তাকে ও গাড়ির চালককে সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়। ছাবিউল ইসলাম দাবি করেন, টাকাটি তার জমি বিক্রির অর্থ। তবে তিনি এ দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন। এ অবস্থায় পুলিশ টাকা ও গাড়ি জব্দ করে এবং আদালতের নির্দেশে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
এ ঘটনায় ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ আনা হয়। একই বিধিমালার বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে, বরখাস্তের বিষয়ে জানতে মঙ্গলবার রাতে ছাবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে গত রোববার এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুর রশীদ মিয়া ছাবিউল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।
ছাবিউল ইসলাম ২০০৫ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তাকে বরিশালে বদলি করা হলেও মাত্র ২৩ দিন পর তিনি আবার গাইবান্ধায় ফিরে আসেন। দীর্ঘ ২১ বছর ধরে তিনি গাইবান্ধা জেলায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তার গাড়িতে এত বিপুল পরিমাণ টাকা কীভাবে এলো? ছাবিউল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ