সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাউফল, বাংলাদেশ
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন।
নদী ভাঙন থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, চন্দ্রদ্বীপ ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো. সোলায়মান হাওলাদার, স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম, মো. শাহীন পন্ডিত ও নাজমুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,নদী ভাঙনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফসল,জমি, ঘরবাড়ি, রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপনা নদীতে হারিয়ে গেছে।বিগত দিনে আওয়ামী লীগের নেতারা তেঁতুলিয়া নদীর চরব্যারেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে ভোলা ও বাউফলের একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। এ অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক নাইম ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুল হাওলাদার।
বক্তরা আরও বলেন,গতকাল (শনিবার) রাতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় এলাকাবাসী গোলাপ লোড ড্রেজার নামে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করে।ওই ড্রেজার উদ্ধার করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক নাইম দলবল নিয়ে চন্দ্রদ্বীপে আসেন। পরে স্থানীয়দের তোপের মুখে তারা চলে যান।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, বিগত দিনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাছ মোল্লা অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আওয়ামী লীগ পতনের পর চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ শুরু করেন। এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দেওয়ায় আজিজুল মিথ্যা মামলার হুমকি ধামকি দিয়ে আসছে।
তবে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার। তিনি বলেন, কোনো অবৈধ কাজের সঙ্গে আমরা জড়িত নই। ষড়যন্ত্র করে আমাদের নাম জড়ানো হচ্ছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক নাঈম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছি না,মূল ঠিকাদারের সাথে আলোচনা করে বালু উত্তোলন করছি। যে এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখানে বালু মহাল ইজারা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা অফিস বলতে পারবেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ