না’গঞ্জ শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান অব্যহত,জরিমানাসহ মোটরসাইকেল জব্দ

- আপডেট সময়- ০৫:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ শহরের ভয়াবহ যানজট নিরসনে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চলমান রয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের প্রানকেন্দ্র চাষাড়া মোড়, মীর জুমলা সড়কসহ ২নং রেলগেট এলাকায় উচ্ছেদের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ পার্কিংয়ের দায়ে ৩ জনকে ১৪’শ টাকা জরিমানা করা হয় পাশাপাশি অবৈধ পার্কিং এর অপরাধে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শহরকে ভয়াবহ যানজটের কবল থেকে মুক্ত রাখতে ও স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের পথ সুগম করার লক্ষ্যে এই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) এর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মো. আলমগীর হিরণসহ বিজিবি ও জেলা পুলিশের একটি দল।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ