সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে মিলেছে মাংসের খণ্ডাংশ
- আপডেট সময়- ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
ডিবির দাবি উদ্ধার হওয়া মাংসের খণ্ডাংশ এমপি আনারের হওয়ার সম্ভাবনা অনেকাংশ..”
নিজস্ব প্রতিবেদক।।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাংসদ আনোয়ারুল আনার আজীমকে সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে ৪ কেজি পরিমানের মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ভারত-বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ। তবে এগুলো এমপি আনারের মরদেহের খণ্ডাংশ কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার(২৮ মে) বিকেলে কলকাতা পুলিশ ও বাংলাদেশের ডিবির প্রতিনিধি দল ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়।এবং বেশ কিছু মাংসের খন্ড টুকরো উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি ডিসি মো. আ. আহাদ বলেন, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের মাধ্যমে আনারের মরদেহের খণ্ডাংশ ফেলানোর তথ্য পাওয়া যায়।
এরপর ভারতে এসে তারা ওই ফ্ল্যাটটি পরিদর্শন করেন। ভিডিও কলিং এর মাধ্যমে নারী সহ ৪ আসামির কথোপকথন শুনেন।
তিনি বলেন, ‘ভারতে এসে আমরা ভারতীয় পুলিশকে পরামর্শ দিই বাথরুমের পাইপ ভেঙে সেফটিক ট্যাংক দেখতে। এরপর তারা পাইপ থেকে কিছু মরদেহের খণ্ডাংশ পায়। তবে সেটি এমপি আনারের মরদেহের খণ্ডাংশ কি না, তা এখনো নিশ্চিত করেননি তারা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ