শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারীপূজা আজ
- আপডেট সময়- ০৫:২৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
শারদীয় দুর্গোৎসব ঘিরে সারাদেশে এখন আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উৎসবে গতকাল বৃহস্পতিবার মহাসপ্তমীতে সারাদেশের প্রতিটি মণ্ডপই ছিল উৎসবমুখর। ভক্ত, পূজারি ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমজমাট ছিল সারাদেশের ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপ। আজ শুক্রবার দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমী ও সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে একই সঙ্গে এ দিন কুমারীপূজাও অনুষ্ঠিত হবে।
মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৭টা ৫৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সংগীত, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এদিন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। আজ মহাষ্টমীর দিনে সেখানে ১০ হাজারের বেশি ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহাষ্টমীতে আজ সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয়েছে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ।
শেষে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটের মধ্যে হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন, মঠসহ কয়েকটি পূজামণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের হেরফের ঘটবে কিছুটা। তবে আজকের দিনের প্রধান আকর্ষণ থাকবে কুমারীপূজা।
বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবে মনোনীত করা হয়েছে, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে তার একটি নামকরণও করা হবে। কুমারীপূজা ছাড়াও আজ মিশনে প্রায় ৩৫ হাজার পূজারি ও দর্শনার্থীর মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, দিনাজপুর, ফরিদপুরসহ কয়েকটি মঠ এবং মণ্ডপেও আজ অনুষ্ঠিত হবে কুমারীপূজা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ