সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি
সীমান্তে অনিশ্চয়তার ছায়া: টেকনাফে দুই কিশোর আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আবারও বাংলাদেশের সীমান্ত জনপদে আতঙ্ক ছড়িয়েছে। নাফ নদীসংলগ্ন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো—কানজরপাড়ার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) ও একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।
স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের ভেতরে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালে সীমান্ত পেরিয়ে আসা গুলি এসে ওই দুই কিশোরকে আঘাত করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তথ্য তারা পেয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
এর আগেও চলতি মাসে একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটে, যা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















































































































