শেরপুর সদর থানার সামনে একটি ভাড়া বাসা থেকে সদর থানার এএসআই মো. শাহিনুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এএসআই শেরপুর সদর থানায় ৫ মাস ধরে কর্মরত ছিলেন।
এএসআই শাহিনুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত. শামসুল হক মাস্টার।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিনুল ইসলাম স্ত্রী ও আট বছর বয়সী এক সন্তানকে নিয়ে শেরপুর শহরের গৃর্দানারায়নপুর মহল্লায় সদর থানার বিপরীতে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ঘটনার আগের রাতে তিনি থানায় নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এএসআই শাহিনুর ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

































































































































