সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, কলকাতা, দেশজুড়ে, নারী ও শিশু, বড়লেখা, ভারত, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে রোববার (২২শে ডিসেম্বর) দুপুরে গোপাল বাগতী নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি ও থানা পুলিশ। গত শনিবার বিকেলে পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।
গুলিবিদ্ধ নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল বাগতীর ছেলে। স্বজনদের অভিযোগ, ভারতীয় সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পেয়েছে।
স্থানীয়রা জানায়, চা শ্রমিক গোপাল বাগতী শনিবার সকালে আরও কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি মৃতদেহ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করে।
স্বজনরা অভিযোগ করেন, বিএসএফ গুলি করে গোপালকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের জিরো লাইনে লাশ ফেলে গেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রোববার সকালের দিকে কয়েকজন চা শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায়, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর কাছে একটি মরদেহ দেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির একটি টহল দল তাৎক্ষণিক পুলিশসহ দ্রুত ওই স্থানে তল্লাশি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাগতীর লাশ উদ্ধার করে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ