জনগনের ভোটে সরকার গঠিত না হওয়া পর্যন্ত অস্থিরতা কাটবে না: সিপিবি
- আপডেট সময়- ০৪:০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
‘যতক্ষণ মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশে অস্থিরতা থাকবে….!
অনলাইন ডেস্ক।।
যতক্ষণ মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে না পারছে ততক্ষণ দেশে অস্থিরতা-অনিশ্চয়তা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম।
সোমবার(১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে একথা বলেন তিনি।
দেশব্যাপী সিপিবির শোসন-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার অংশ হিসেবে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু করা ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবি কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘যতক্ষণ মানুষ ভোট দিয়ে নিজের সরকার গঠন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশে অস্থিরতা অনিশ্চয়তা থাকবে। আইনের শাসন আসবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না। এক স্বৈরাচারের জায়গায় আরেক স্বৈরাচার আসুক-আমরা চাই না। এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় বসুক-সেটা আমরা চাই না। এক দখলদারের জায়গায় আরেক দখলদার বসুক-সেটাও চাই না। এক চাঁদাবাজ এর জায়গায় নতুন চাঁদাবাজা আসুক-সেটিও চাই না।’
কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, কুমিল্লা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ দেব, সুধাংশু নন্দী, আনিসুর রহমান, সদস্য মনীষা চক্রবর্তী, আবদুল অদুদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, কাজী নূর আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে লড়াই অব্যাহত রাখাতে সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দেব জয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ