সর্বশেষ:-
দেশের বর্তমান সংবিধান পরিবর্তন আনা উচিত: মুন্সীগঞ্জে সারজিস
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন দেশের বর্তমান সংবিধানে দেশের সাথে,দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে,রাষ্ট্রের মানুষের সাথে সাংঘর্ষিক যে ধারাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত। নতুনভাবে সাজানো উচিত।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরে ঢাকা বিভাগের প্রথম জেলা হিসেবে রবিবার বিকেলে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন।সমন্বয়ক সারজিস আলম বলেন,পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে,সম্রাজ্যে সম্রাজ্যে,দেশে দেশে,জাতিতে জাতিতে,যতো বিভাজন ঘটানো হয়েছে।যতো ধংস ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে।সেটি হচ্ছে ঐক্য ভেঙে দেওয়া হয়েছে।এ সময় তিনি সবাইকে দেশের স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।এর আগে সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল সকালে মুন্সীগঞ্জ এসে পৌঁছায়।পরে আন্দোলনে নিহত ৯ জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।মতবিনিময় করেন স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও।গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল ফরাজি,মোহাম্মদ সজল ও নূর মোহাম্মদ ডিপজল। এছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত শতাধিক ছাত্র-জনতা।এছাড়া আন্দোলনে বিভিন্ন সময়ে মুন্সীগঞ্জের আরও ৬ জন ঢাকায় নিহত হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ








































































































































