সর্বশেষ:-
মৌলভীবাজারে জাসাস’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাস এর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাবেক জাসাসের সভাপতি ও থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক জাসাসের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরয়োর মজুমদার ইমন, সাবেক যুবদল নেতা মো.শাহজাহান মিয়া, জেলা জাসাস’রযুগ্ম- আহ্বায়ক জাকির হোসেন, মাকসুদ আশরাফ রুহেল, জাহাঙ্গীর আহমদ, সাবেক জাসাস নেতা জারাজিস খাঁন প্রমূখ।
এ সময় জেলার ৭টি উপজেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন জাসাস শিল্পীরা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ