বড়লেখার বিএনপি নেতা হত্যা চেষ্টায় চিহ্নিত সন্ত্রাসী কালাম কারাগারে

- আপডেট সময়- ০৩:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী আবুল কালামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২০শে অক্টোবর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আবুল কালাম বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে। মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার খুঠাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জয়নাল উদ্দিন ৫ই আগষ্ট স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী ও নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সুলেমান আহমদ ওই মামলার স্বাক্ষী হওয়ার জেরে ২৯শে আগষ্ট রাতে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী আবুল কালাম ও অপর সন্ত্রাসী যুবলীগের বাদল মিয়া সুলেমান আহমদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত বিএনপি নেতার ভাই বিলন আহমদ আওয়ামী লীগের সন্ত্রাসী আবুল কালাম ও বাদল মিয়াকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার জানান, হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আবুল কালামকে ডিবি পুলিশের সহযোগিতায় সোমবার বিকেলে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ