এনবিআর সংস্কারে বাধার অভিযোগে ফের ৫ কর কমিশনার বরখাস্ত

- আপডেট সময়- ০৬:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে পাঁচজন জ্যেষ্ঠ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার(১৮ আগষ্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন: ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার কর্তৃক গত ১২ মে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ এর বিরোধিতা করে এই কর্মকর্তারা দাপ্তরিক কাজে বাধা দিয়েছেন। তাদের এই কর্মকাণ্ড রাজস্ব আহরণ কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।
উল্লেখ্য, নতুন অধ্যাদেশটি এনবিআর-এর কাঠামো এবং কার্যক্রমের বড় ধরনের সংস্কারের প্রস্তাব করে। কর্মকর্তাদের একাংশ এই সংস্কারের বিরোধিতা করে আসছিলেন যার জেরে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ