নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ আটক-৬

- আপডেট সময়- ০৫:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২২ পিস নিষিদ্ধ ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে খানপুর সরদারপাড়া দরদী হাউজিংয়ের শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ৩৬,৬০০ টাকা), মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো. সাইদুল ইসলাম (২৩), মো. রাজীব (২৭), মো. সাগর (২৫) ও মো. রমজান হোসেন (৩২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার অর্থ লেনদেন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরনের “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক কারবারিদেরকে ছাড় দেওয়া হবে না।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ