
- আপডেট সময়- ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১ বার পড়া হয়েছে

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় চারটি ফগার মেশিনসহ চিকিৎসা সরঞ্জাম প্রদানের আস্বাস দেন মাসুদুজ্জামান
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দরকার, সেগুলো বিগত দিনের জনপ্রতিনিধিরা কিছুই অনুধাবন করতে পারেনি।
জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি মাসুদ যদি সেবা করার সুযোগ পাই আমরা শিক্ষা, স্বাস্থ্য নিয়ে এই দাবিগুলো পূরণে কাজ করবো।
রবিবার (৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ও নগরীর ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, যারা নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দ আছেন তাদের নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের এই দাবিগুলো অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আমরা অবশ্যই কাজ করার।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে এটা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, । প্রায় প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের ভর্তি হতে দেখা যাচ্ছে।
অনেকেই হাসপাতালে পর্যাপ্ত বেড (শয্যা) না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। মহামারী পরিস্থিতির দিকে যাচ্ছে, অথচ সরকার এখনও পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারের চরম অবহেলার কারণে ডেঙ্গু পরিস্থিতি নারায়ণগঞ্জে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে।
তিনি অবিলম্বে নারায়ণগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণা করে দ্রুত চিকিৎসা, প্রতিরোধ এবং সচেতনতা কার্যক্রমে বিশেষ বরাদ্দ দেওয়ারও দাবি জানান।
সিভিল সার্জনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, সারাদিন তার শহর-বন্দর চষে বেড়ানোর কথা। কিন্তু আপনারা কখনো দেখেছেন সিভিল সার্জন ব্যস্ত আছেন চিকুনগুনিয়া ডেঙ্গু নিয়ে? উনি বিভিন্ন প্রোগ্রামে ফটোসেশান করেন, যেটা তার রিলেটেড কোনো বিষয়ই না, ডিসি অফিসে পরে থাকেন, চিকিৎসা সেবার খোজ খবর না করে.! বিষয়টি দুঃখজনক। উনি একটি প্রকল্প উদ্বোধন করে বলছেন প্রকল্পের ফান্ড নাই। তাহলে প্রকল্প উদ্বোধন কেনো হলো? এটা একটা হাস্যকর ব্যাপার। তিনি সিভিল সার্জনকে ডেঙ্গু প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ জন্য অনুরোধ জানাচ্ছি।
এসময় মাসুদুজ্জামান নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও সেবায় চারটি ফগার মেশিন, প্রয়োজনীয় কেমিক্যাল, ৯ জন স্বেচ্ছাসেবক এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা চালু করারও ঘোষণা দেন।
সেইসাথে তার সমর্থকদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে শতর্কতামূলক কার্যক্রম পরিচালনা ও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।
তিনি খানপুর হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি। রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন-সি জাতীয় ফলমূলও সরবরাহ করা হয়েছে। জরুরি অবস্থায় দ্রুত সেবা নিশ্চিত করতে আমাদের ড্রাইভারসহ একটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই- এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলা এবং জনস্বার্থে কাজ করা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. মো. আবুল বাশার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলর আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।