হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

- আপডেট সময়- ০৩:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’-য় ফিরে গেছেন। রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে বাসায় পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “১৫ অক্টোবর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা করতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের পরামর্শে ফিরোজায় ফিরেছেন। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন।”
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন চিকিৎসা গ্রহণের পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা সম্পন্ন করেন। দেশে ফেরার তারিখ ছিল ৬ মে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ