না’গঞ্জ শহরজুড়ে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বাবুলের নির্বাচনী শোডাউন
- আপডেট সময়- ০১:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়া ও এর আশপাশ এলাকা আমলাপাড়া, উকিলপাড়া ও কালীরবাজার এলাকায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের নিজ এলাকা মিশনপাড়া থেকে এই গণসংযোগ শুরু হয়। পরে শহরের আমলাপাড়া, কালিরবাজার, উকিলপাড়া, চাষাঢ়াযর আসপাশের এলাকার বিভিন্ন মানুষের মাঝে নির্বাচনী প্রচারণাসহ ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান ও বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।পাশাপাশি নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে মিশনপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বাবুল বলেন, আপনারা দেখেছেন আমি কেমন সাড়া পাচ্ছি। এমন একজন মানুষ নেই যে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেনি। নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে। আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন সেজন্য আপনারা সকলেই দোয়া করবেন।
এসময় তার সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীগন বিএনপির নির্বাচনী গণসংযোগ ও ৩১দফা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















































































































