না’গঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুলের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু

- আপডেট সময়- ০২:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

শুক্রবার বন্দরে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন আবু জাফর আহাম্মদ বাবুল। ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আবু জাফর আহাম্মদ বাবুল কদম রসুল মাজার জিয়ারের মাধ্যমে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ কদমরসুল দরগাহ এলাকায় তার নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দর উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণাসহ লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন
লিফলেট বিতরণ শেষে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমদে বাবুল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশের উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা দেশের আপামর জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।
বাবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বন্দরবাসীর দীর্ঘদিনের সকল সমস্যাবলী সমাধানে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে পানি, গ্যাস ও চিকিৎসা সেবার সংকট নিরসনে কাজ করবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে নবীগঞ্জ-হাজীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তিনি তা বাস্তবায়ন করবেন।
তিনি আরও বলেন, ‘বন্দরবাসীর প্রাপ্য উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে আমি মাঠে নেমেছি। এই এলাকার প্রতিটি মানুষ যেন নিজেকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের অংশ মনে করে, এটাই আমার লক্ষ্য।
নির্বাচনী প্রচারনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ