আমরা কোনো ধরণের দলীয় পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে চাই না: মাসুদুজ্জামান

- আপডেট সময়- ০৬:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মনোনয়ন না পেলেও নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন মাসুদুজ্জামান..!
বিশেষ প্রতিবেদক।।
আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও নারায়ণগঞ্জবাসীর কল্যাণে আগের মতো কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলায় বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই। আমরা কোনো ধরণের দলীয় পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে চাই না। আমরা দেখেছি, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জবাসী ত্যাগের যে মূল্য দিয়েছে, তা আজও ভোলার নয়। অনেক প্রপাগান্ডা চালানোর চেষ্টা হবে, কিন্তু তাতে কান দিবেন না। আমি মনোনয়ন পাই বা না পাই, সবসময় আপনাদের পাশেই থাকবো।
নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। বন্দর ও শহরের উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে। শিক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ এসব সমস্যা সমাধানে আমরা বাস্তবমুখী কাজ করতে চাই। যদি সুযোগ পাই, মানবকল্যাণে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করবো নারায়ণগঞ্জের সহাবস্থানের রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তিতে থাকতে চাই।
মাসুদুজ্জামান বন্দর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির মণ্ডপ, শ্রী শ্রী লালজি মন্দির মণ্ডপ, শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া, ১নং ঢাকেশ্বরী দেব মন্দির ও র্যালী রেজার্স সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার ও সদস্য সচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহিলা দল নেত্রী সাজেদা আক্তার মিতা, যুবদল নেতা সরকার আলম, বন্দর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিক্টর মৃধা, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাশসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।