কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেপ্তার-৮
- আপডেট সময়- ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
চট্টগ্রামের কক্সবাজারে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এসময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণে অবৈধ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক(৪৫), তার সহোদর কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম(৪০) মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন(৩৮), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন(৪০), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান(৩৬) মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই(৪৫) ও তার ভাই আবদুল আজিজ(৪০)।
শুক্রবার(৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এট কর্মকর্তা আবুল কালাম জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় নজরদারিতে ছিল তারা। এসকল তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে মাইজপাড়া এলাকা অভিযান পরিচালনা কালে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, দুটি কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতারা অপরাধের কথা স্বীকার করেছে।
এঘটনায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ৮ জন আসামি বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ