গাজী টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন
- আপডেট সময়- ০৫:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকাতে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার(২৭ আগষ্ট) আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে এ তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল হক।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব ভবনের ভিতরে উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এর পাশাপাশি ক্ষয় ক্ষতির ও হতাহতের তালিকাকরণে অনুসন্ধান সেল গঠন করা হবে।
গত রবিবার রাত ১০টার দিকে কারখানাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে দুপুর থেকে চলে লুটপাট। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিস। গাজী টায়ারের ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ঝুকিপূর্ণ হওয়ার ধসে পরার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন।
এদিকে, গাজী টায়ার কারখানার সামনের ফটকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সন্দ্বানে আহাজারি সহ ভিড় করতে দেখা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রোববার (২৫ আগস্ট) বিকেলে কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করার পরে রূপগঞ্জের রূপসী এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। এসময় তারা গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে। লুটপাট চলতে থাকলে প্রানের ভয়ে ভিতরে থাকা ৫ শতাধিক কারখানার দায়িত্বরত শ্রমিকরা ছয় তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে উঠে পরে।পরবর্তীতে সেখান থেকেও লুটপাট শুরু হয়।লুটপাট শেষে রাত নয়টার দিকে ভবনের নীচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে কারখানা সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় জীবন বাচাতে তারা দুই তলা ও তিন তলার জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এরপর আগুন পুরো ছয় তলা পর্যন্ত ছড়িয়ে গেলে ভেতরে আটকে পরা অনেকেই আর বের হতে পারেননি বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ