ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ছেলে জয়ের আশ্বাসেই দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা অর্থপাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৮ শীর্ষ নেতা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের যোগদান মৌলভীবাজারে বকেয়া মজুরির দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন  না’গঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমানের দেখা মিললো দিল্লিতে  না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা  রূপগঞ্জে ফের গাজী টায়ার কারখানায় লুটপাট চালিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা মহাভারতের চিত্রনাট্যের জাদুকরী রূপকার ছিলেন উর্দু কবি রাহী মাসুম রেজা  কুষ্টিয়া সাংস্কৃতিক কর্মীর সমবেত কন্ঠে দশ মিনিটে ৩বার জাতীয় সংগীত সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করায় হামলা মারধরে আহত-১০ জাতীয় শিক্ষক দিবসে ‘গুরু বন্দনা’ সাবেক ভূমিমন্ত্রী পুত্র তমাল অস্ত্র-মাদক সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেপ্তার-৮ নবীজীকে নিয়ে কটূক্তি করা কিশোর সেনাবাহিনীর হেফাজতে: আইএসপিআর পূর্বানুমতি ছাড়া পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবে না..! বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক শাহীন’র বিশাল সংবর্ধনা ইসলামী যুব আন্দোলন টেকনাফ দক্ষিণ শাখা’র পৌর কমিটি গঠন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত সালমান এফ রহমান মুক্ত হলো আইএফআইসি ব্যাংক পিএলসি

সিলেটের নারী বৃটেনের সিভিক মেয়র নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার(সিলেট) প্রতিনিধি।।
ব্রিটে‌নের বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির পরি‌চিত মুখ, নারী সংগঠক কাউন্সিলর র‌হিমা রহমান টানা দ্বিতীয় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলা‌দেশী বহুল বারা কাউ‌ন্সিল নিউহামের চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল (সি‌ভিক মেয়র) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। র‌হিমা রহমানই প্রথম কোন বাংলা‌দেশী নারী যি‌নি এ বারার সি‌ভিক মেয়র হিসেবে নির্বা‌চিত হ‌য়েছিলেন।
বৃহস্পতিবার নিউহাম কাউ‌ন্সি‌লের সভায় নির্বা‌চিত কাউ‌ন্সিলারদের প্রত‌্যক্ষ ভো‌টে চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল বা সি‌ভিক মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত নির্বা‌চিত হন র‌হিমা। র‌হিমা রহমান নিউহাম কাউ‌ন্সি‌লের পাচঁ বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার।
মেয়র র‌হিমা রহমা‌নের জন্ম মৌলভীবাজা‌রে। তার বাবা মো. আবুল খ‌য়ের হো‌সেন হবিগঞ্জের নবীগ‌ঞ্জ ইনাতগ‌ঞ্জের সন্তান। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।
র‌হিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম। তিনি নিউহাম কাউ‌ন্সি‌লের তিন বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলর।
কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় স্বপরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে ১৯৮৭ সালে আ‌সেন। র‌হিমার  শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে পড়ালেখা ক‌রেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে বিভাগে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মে‌ৗলভীবাজার সদর উপ‌জেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে দাম্পত্য জীবনের শুভসূচনা হয়।
রহিমা রহমানের বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে র‌হিমার রাজনৈতিক জীবনে লেবার পার্টিতে স‌ক্রিয়ভাবে যোগ দেন।
বিলেতের মুল ধারার বি‌ভিন্ন সংবাদপ‌ত্র ও মাই লন্ডন ম‌্যাগা‌জি‌নে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নি‌য়ে গত দেড় দশক আ‌গেই র‌হিমার বি‌ভিন্ন নিবন্ধ প্রকা‌শিত হ‌য়।
র‌হিমার প‌রিবা‌রের অন‌্য সদস‌্যরাও নিউহা‌ম বারার প‌রি‌চিত মুখ। নব্বই‌য়ের দশক থে‌কে র‌হিমার গ্রীন ষ্ট্রীট নেইবারহু‌ডের জন‌্য কাজ কর‌ছেন। মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে গত তিন দশক ধ‌রে চলমান কাজ ক‌রা র‌হিমা ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তো নিউহাম কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের নারী বৃটেনের সিভিক মেয়র নির্বাচিত

আপডেট সময় : ০৪:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
তিমির বনিক,মৌলভীবাজার(সিলেট) প্রতিনিধি।।
ব্রিটে‌নের বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির পরি‌চিত মুখ, নারী সংগঠক কাউন্সিলর র‌হিমা রহমান টানা দ্বিতীয় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলা‌দেশী বহুল বারা কাউ‌ন্সিল নিউহামের চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল (সি‌ভিক মেয়র) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। র‌হিমা রহমানই প্রথম কোন বাংলা‌দেশী নারী যি‌নি এ বারার সি‌ভিক মেয়র হিসেবে নির্বা‌চিত হ‌য়েছিলেন।
বৃহস্পতিবার নিউহাম কাউ‌ন্সি‌লের সভায় নির্বা‌চিত কাউ‌ন্সিলারদের প্রত‌্যক্ষ ভো‌টে চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল বা সি‌ভিক মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত নির্বা‌চিত হন র‌হিমা। র‌হিমা রহমান নিউহাম কাউ‌ন্সি‌লের পাচঁ বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার।
মেয়র র‌হিমা রহমা‌নের জন্ম মৌলভীবাজা‌রে। তার বাবা মো. আবুল খ‌য়ের হো‌সেন হবিগঞ্জের নবীগ‌ঞ্জ ইনাতগ‌ঞ্জের সন্তান। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।
র‌হিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম। তিনি নিউহাম কাউ‌ন্সি‌লের তিন বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলর।
কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় স্বপরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে ১৯৮৭ সালে আ‌সেন। র‌হিমার  শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে পড়ালেখা ক‌রেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে বিভাগে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মে‌ৗলভীবাজার সদর উপ‌জেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে দাম্পত্য জীবনের শুভসূচনা হয়।
রহিমা রহমানের বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে র‌হিমার রাজনৈতিক জীবনে লেবার পার্টিতে স‌ক্রিয়ভাবে যোগ দেন।
বিলেতের মুল ধারার বি‌ভিন্ন সংবাদপ‌ত্র ও মাই লন্ডন ম‌্যাগা‌জি‌নে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নি‌য়ে গত দেড় দশক আ‌গেই র‌হিমার বি‌ভিন্ন নিবন্ধ প্রকা‌শিত হ‌য়।
র‌হিমার প‌রিবা‌রের অন‌্য সদস‌্যরাও নিউহা‌ম বারার প‌রি‌চিত মুখ। নব্বই‌য়ের দশক থে‌কে র‌হিমার গ্রীন ষ্ট্রীট নেইবারহু‌ডের জন‌্য কাজ কর‌ছেন। মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে গত তিন দশক ধ‌রে চলমান কাজ ক‌রা র‌হিমা ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তো নিউহাম কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন।