আড়াইহাজারে নৌকার মাঝি সুন্দর আলীর নিরংকুশ বিজয়
- আপডেট সময়- ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি সুন্দর আলী। তিনি সর্বমোট ৯ হাজার ৯ শত ৯২ ভোট পেয়েছেন।তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮শত ৯০ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়।ভোট গণনা শেষে নৌকার মাঝি সুন্দর আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বীত রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
অন্যান্য প্রার্থীদের ভোটের ফলাফল থেকে দেখা গেছে, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩শত ৩৯ ভোট। মোবাইল প্রতীক নিয়ে মামুন অর রশিদ ২১ শত ৭ভোট ও হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮শত ৯০ ভোট।
এখানে মোট ভোট পড়েছে ১৮ হাজার ৩ শত ৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট। তিনটি সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪ শত ৬৫। এবারের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















































































































































































