আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস
- আপডেট সময়- ০৭:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে
বৈশ্বিক প্রতিপাদ্য ‘সবার জন্য সামাজিক ন্যায়বিচার: শিশু শ্রমের অবসান ঘটান’
অনলাইন ডেস্ক।।
আজ ১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ। ২০০২ সালে সর্বপ্রথম এই দিবসটি পালন করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। শিশু শ্রমের কারণে শিশুদের নানাবিধ দুর্দশার কথা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।
এবছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য বিষয় হলো ‘সবার জন্য সামাজিক ন্যায়বিচার: শিশু শ্রমের অবসান ঘটানো’। দিনটিকে সামনে রেখে বিশ্বব্যাপী শিশু ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন নানান ধরনের কর্মসূচি পালন করছে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে এ দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্বজুড়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এ জাতীয় ঘটনা-দুর্ঘটনা কোমলমতি শিশুদের কায়িক শ্রমের দিকে ঠেলে দিচ্ছে।পাশাপাশি শিশুশ্রমের নানান ধরনের কুফল সম্পর্কে অসচেতনতার কারনে শিশুশ্রম বাড়েই চলছে।
বাংলাদেশ সরকার শিশুশ্রম বন্ধে নানা পদক্ষেপ গ্রহন করেছে। স্কুলগামী শিশুদের শিক্ষায় আগ্রহী করতে নগদ অর্থ খাবারসহ নানা ধরনের সুযোগ সুবিধা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ