ভালুকায় হাতেম খানের নেতৃত্বে বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
- আপডেট সময়- ০৬:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার ইসলামি ব্যাংকের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,শ্রী স্বপন বনিক সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বিজয় দিবসকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। অপরদিকে যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে আরেকটি র্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির উপজেলা ও পৌর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিজয় দিবস উদযাপন করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ