সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আইন-আদালত, ইসলাম ও জীবন, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভালুকা, ময়মনসিংহ
ভালুকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধুকে মারধরের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:২৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে আকলিমা আক্তার নামে এক গৃহবধুকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকায় মোজাম্মেল হকের স্ত্রী আকলিমা আক্তারের সঙ্গে একই এলাকার আয়নালের মেয়ে আখি আক্তারের মামলা মোকদ্দমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে।ঘটনার দিন পূর্ব পরিকল্পিত ভাবে
আঁখি আক্তার তার পরিবারসহ আকলিমার বাড়িতে বেআইনিভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আকলিমা কে এলোপাথাড়ি মারধর করে তার ছেলেসহ আহত করে। পরে স্থানীয়রা আহত আকলিমাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় আকলিমা আক্তার বাদী হয়ে আঁখি আক্তার, শাহাদাত হোসেন ও শাহিদা আক্তার সহ মোট তিনজন কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এএস আই মুনসুর জানান, তদন্ত প্রক্রিয়া চলমান,ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ