সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ঈশ্বরদী, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পাবনা, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
ঈশ্বরদীতে গভীর রাতে পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
মামুনুর রহমান, ঈশ্বরদী,(পাবনা)প্রতিনিধি।।
ঈশ্বরদীতে গভীর রাতে পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের ড্রাইভার বিদ্যুৎ (৪৫) গুরুতর আহত হয়।
বুধবার (২৭ নভেম্বর) রাত ৪টায় ঈশ্বরদী-বাঘা মহাসড়কের ঈশ্বরদী গোকুলনগরে এ ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যর সেখানে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস সূত্র জানান, দূর্ঘটনায় পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ম-৫১৫০৩৯) ও কাঠ বোঝাই নসিমন এর সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে পিকআপটি দূমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের ড্রাইভার আটকে গেলে তাকে হাইড্রোলিক স্প্রেডার এর সাহায্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার বাড়ি বগুড়া সদরে। উক্ত ঘটনায় ঈশ্বরদী ফায়ার সার্ভিস এর দ্বিতীয় কলগাড়ি ও এম্বুলেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পির নেতৃত্বে উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ