সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভালুকা, ময়মনসিংহ
ভালুকায় ইউনিয়ন যুবদল সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৫৭৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় রাজৈ ইউনিয়ন যুবদলের সভাপতির বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট গুজব ছড়িয়ে অপপ্রচার করছে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল। ওই নেতার রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও সম্মানহানি করতেই ওয়ান্ডারফুল ভালুকা নামের একটি ফেইক ফেসবুক আইডি থেকে এমন অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
জানা গেছে, অন্তত অর্ধশত জিডিতে অভিযুক্ত ওয়ান্ডারফুল ভালুকা আইডিতে গতকাল এক খুনের মামলায় অভিযুক্ত সুন্নত আলী নামে এক ব্যক্তির বক্তব্য প্রচার করা হয়, মিথ্যা তথ্যে ভরপুর সেই বক্তব্যে রাজৈ ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ধনুর বিরুদ্ধে বিভ্রান্তিকর গুজব ও ছড়ানো হয়। সেই বক্তব্যে সুন্নত আলী বলেছেন যে তিনি পৈতৃক সম্পত্তিতে কাজ করতে গেলে ধনু তার কাছে চাঁদা দাবি করেছেন কিন্তু বাস্তবে তিনি এর কোন প্রামাণিক ব্যাখা দিতে পারেন নি। তিনি আরো বলেছেন সভাপতি ধনু চান্দাব এলাকায় রিয়াদ নাজমুল এর দোকান পাট ভাংচুর করেছেন প্রকৃতপক্ষে দোকানদার রিয়াদ প্রতিবেদককে জানিয়েছেন ধনু কখনো তাদের দোকানপাট ভাংচুর করেননি বরং ঐ জায়গার প্রকৃত মালিক শামসুদ্দিন তাদের দোকান সরিয়ে নিতে বলছিল বলেই তারা ওখান থেকে চলে গেছে। আদৌ দোকানপাট ভাংচুর বা লুটপাট হলে নিশ্চয়ই তারা আইনী সহায়তা নিতে বিলম্ব করতেন না। যাদের দোকান তারা জমির প্রকৃত মালিকের নির্দেশেই দোকান সরিয়ে নিয়েছেন এর সাথে যুবদল সভাপতি আনোয়ার হোসেন ধনুর কোন সম্পৃক্ততা নেই এমনটাই জানান ঐ এলাকার মসজিদ কমিটির সভাপতি। এ বিষয়ে আনোয়ার হোসেন ধনু বলেন তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন সুন্নত আলী। তিনি আরো জানান আওয়ামী লীগের শ্রমিকলীগ নেতা মোস্তফা কামালের দোসর সুন্নত আলী ভোল পালটে এখন নিজেকে কৃষকদল নেতা হিসেবে প্রচার করেন। উল্লেখ্য সুন্নত আলী একটি হত্যা মামলার আসামি। মোকাদ্দমা নং ২৪৯/২০০৬।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ











































































































