সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কক্সবাজার, কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
টেকনাফে চাচার যোগসাজশে ভাতিজা অপহরণ: অস্ত্রসহ গ্রেফতার-৩
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ শাপলাপুরে সম্পত্তির লোভে নিজের চাচার যোগ সাজে ডাকাতের হাতে অপহৃত হয়েছিলেন ভাতিজা বেলাল।
অপহরণের পর মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছিল ৭০ লাখ টাকা।
পুলিশ সেই চাচা ও পাহাড়ি ডাকাতসহ ৩ জনকে গ্রেফতার করেছেন।
একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত বেলালকে।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং শাপলাপুর দক্ষিণ শীলখালী এলাকার মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ পাহাড়ে অভিযানে অপহরণের শিকার বেলালকে উদ্ধার ও জড়িত দুই ডাকাত অস্ত্র এবং যোগ সাজে জড়িত চাচাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানায় সংবাদ সম্মেলনে থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন সাংবাদিকদের জানান
বুধবার ৫:৩০ ঘটিকায় শাপলাপুর জাহাজপুরা পাহাড়ি ঢালায়
অভিযান চালিয়ে অপহৃত বেলালকে উদ্ধার করে মুক্তিপণ নিতে আসে আবছার ও জসিম নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং কিরিচ উদ্ধার করা হয়।
ওসি গিয়াস উদ্দিন জানান,গ্রেফতারকৃত দের দেওয়া তথ্যে অপহরণের মূল পরিকল্পনাকারী অপহৃত বেলালের চাচা আমীর আহমদকেও গ্রেফতার করা হয়। বেলালের চাচা আমীর আহমদ সম্পত্তির বিরোধের জের ধরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। গত সোমবার ভোরে বেলালকে নিজবাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় গত ১৬ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো একটি অস্ত্র মামলা হয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ