সাতক্ষীরায় আন্তর্জাতিক কন্যা শিশু ও মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপিত
- আপডেট সময়- ০৬:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
বুধবার (০৯ অক্টোবর ) দেবহাটা উপজেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা বল ফিল্ড মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। ব্যালিতে অর্ধ শতাধিক কন্যা শিশু অংশগ্রহণ করে।পরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও প্রধান অতিথি দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাইক্লোজিষ্ট সুপারভাইজার রুমানা রফিক,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন,উত্তরণের প্রোজেক্ট অফিসার ইমরান হোসেন, সাংবাদিক ইব্রাহীম হোসেন, ভি.ডি.সি সভাপতি উত্তম রায় সহ প্রতিষ্ঠানের ফ্যাসিলিটেটর বৃন্দ।
প্রধান অতিথি সহ উপস্থিত বক্তাদের বক্তব্যে বলেন,আমাদের সমাজে এখনো নারীরা পিছিয়ে আছে। কিছু কিছু অবিভাবক তাদের কন্যাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিচ্ছেন। লেখা পড়া বন্ধ করে দিচ্ছেন। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ সকল শিশুদেরকে নার্সিং করলে তারা উন্নত হবে।তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।এদেরকে অবহেলা না করে শারীরিক ও মানসিক ভাবে সহযোগিতা করে তাদের দেশ ও দশের কাজে উদ্বুদ্ধ করতে হবে। একটা সুশিক্ষিত জাতি গড়তে কন্যা শিশুদের সকল বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। তবে এ সমাজ উন্নত হবে।সকলের বক্তব্য শেষে সভাপতি মহোদয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজন কে সাধুবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ