আন্দোলনের নামে ভাঙচুর ও বাসে আগুন দিলে খবর আছে: কাদের

- আপডেট সময়- ০৪:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্টই বলেছেন,সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায়। এই নির্বাচন অনুষ্ঠানে যারা অন্তরায় হবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করবো।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে জালাও পোড়াও করে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা রাজনৈতিক সহিংসতায় আছে। ওদের খবর আছে, কঠোর আইনানুগভাবে তাদের প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃদ্ব।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ