হাছান মাহমুদ-পলককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
- আপডেট সময়- ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ছেড়ে পলায়নের পর একে একে অনেকেই দেশ ছেড়ার চেষ্টা চালাচ্ছেন।
এসময় দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ালাইনসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে গণমধ্যমকে জানান, এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের যান ড. হাছান। সেখান থেকেই তাকে আটকে দেয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে হাছান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে।
এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ