সর্বশেষ:-
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ শুভেচ্ছা হিসেবে চিনি, সেমাই, প্যাকেট দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত শুকনা খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল্লাহ ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
প্রতিবন্ধী এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরুপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। যারা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে তারা সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল প্রতিবন্ধিতা৷
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয় সকল ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পারিবারিক অবস্থ সম্পর্কে জানতে চান।তিনি আরো বলেন, তোমরা আমার কাছে অতি স্পেশাল, আমি তোমাদের সবার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগীতা লাগলে নিরদিধায় কোন মাধ্যমে আমাকে জানাবে, আমি সর্বাত্মক তোমাদের পাশে আছি আর থাকবো। তোমরা ভালো থাকেব, সুন্দর থাকবে ও সুস্থ্য থাকবে সবসময়। এ সময় সকল ছাত্র/ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়কে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ