ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম বরখাস্ত
- আপডেট সময়- ০৬:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনে (দুদকে) অভিযোগের ভিত্তিতে..!
অনলাইন ডেস্ক।।
দুর্নীতি দমন কমিশনে (দুদকে) অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলার দায়িত্বে থাকা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাবি ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
রোববার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন সচিব মো. গোলাম সারওয়ার সাক্ক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১’র গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ১৫ নং মামলা হতে উদ্ভূত এবং মেট্রো বিশেষ মামলা নং-০৩/২০২৪-এ ঢাকার জেলায় দায়িত্বে থাকা রেজিস্ট্রার অহিদুল ইসলাম এর বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে মহানগর সিনিয়র স্পেশাল জজ, ঢাকা কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয় এবং একই তারিখে তাকে জেল হাজতে প্রেরণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯-এর উপধারা-২ অনুযায়ী উল্লেখিত তারিখ হতে তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।এসময় সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জোড় তাগিদ দিয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ