সিদ্ধিরগঞ্জে ১৭ভবনে ৫’শ ও রেড চিলি ক্যাটারিং’র সংযোগ বিচ্ছিন্নসহ ১লক্ষ ৪৫ হাজার অর্থদন্ড
- আপডেট সময়- ০৫:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডার একটি আবাসিক এলাকায় মাসিক ও এককালীন মাশোয়ারা বিনিময়ে অসাধু ঠিকাদার কর্তৃক এ ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল অপরদিকে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একাধিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিল ভবন মালিকরা। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতের আঁধারে একটি চাঁদাবাজ চক্র পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিত। এতে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
বিভিন্ন সূত্রে জানা যায়, ওই চক্রটি বিভিন্ন সংস্থার লোকজনকে ‘ম্যানেজ’ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের মাসিক মাসোয়ারা টাকা আদায় করত।
আটি এলাকায় হাউজিং এলাকার নাম না প্রকাশ করার শর্তে এক বাসিন্দারা জানান, এলাকায় অধিকাংশ ভবনের গ্যাস সংযোগ অবৈধ হওয়ায় সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার (প্রকৌশলী) আসাদুজ্জামান আজাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ১৭ ভবনের ৫০টি বাসাবাড়িতে ৬’শটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ভবন মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ধনকুন্ডা এলাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১৫টি বার্নার চুলা কিলিংসহ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ভবন মালিকরা রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি করছেন, পাশাপাশি এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভবিষ্যতে যারা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এসময় ১০০ফুট ৩/৪ পাইপ জব্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































