সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
রামুতে পুলিশের বিশেষ অভিযানে গুলিসহ আটক ৬ রোহিঙ্গা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধারসহ ছয়জন রোহিঙ্গা অস্ত্রধারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রামু থানার একটি আভিযানিক দল খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইনবাগান এলাকায় রামু–মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হলে যাত্রী মো. আলমের (৩৫) পকেট থেকে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি বহনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:মো. আলম (৩৫), এফসিএন-২০৬৬১০, ক্যাম্প-১৩, থাইংখালী, উখিয়া;এনায়েতুর রহমান (২০), এফসিএন-১৫৩০৭৯, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;নবী হোছন (৪৪), এফসিএন-১৫০৫১২, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;মো. রফিক (৩৭), এফসিএন-১৫৩৮৮৮, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;মো. আমিন (২৫), এফসিএন-৫০২৫৭৩, কুতুপালং ক্যাম্প-৬;খায়ের হোছন (৩৭), এফসিএন-২৫৮৪৭৯, পুরাতন লেদা ক্যাম্প, টেকনাফ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ












































































































































































