প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:০৩ পি.এম
রামুতে পুলিশের বিশেষ অভিযানে গুলিসহ আটক ৬ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধারসহ ছয়জন রোহিঙ্গা অস্ত্রধারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রামু থানার একটি আভিযানিক দল খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইনবাগান এলাকায় রামু–মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হলে যাত্রী মো. আলমের (৩৫) পকেট থেকে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি বহনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:মো. আলম (৩৫), এফসিএন-২০৬৬১০, ক্যাম্প-১৩, থাইংখালী, উখিয়া;এনায়েতুর রহমান (২০), এফসিএন-১৫৩০৭৯, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;নবী হোছন (৪৪), এফসিএন-১৫০৫১২, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;মো. রফিক (৩৭), এফসিএন-১৫৩৮৮৮, কুতুপালং ক্যাম্প-১ পূর্ব;মো. আমিন (২৫), এফসিএন-৫০২৫৭৩, কুতুপালং ক্যাম্প-৬;খায়ের হোছন (৩৭), এফসিএন-২৫৮৪৭৯, পুরাতন লেদা ক্যাম্প, টেকনাফ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.