
- আপডেট সময়- ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ০ বার পড়া হয়েছে

ড্রামের ভেতরে দুপা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭জন..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে।
বুধবার ৮ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে জানিয়েছেন তিনি।
এর আগে গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. নয়ন (৪৯) নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।
পরে এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।
পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর লাশ গোপন করা জন্য হেক্সো ব্লেড দিয়ে পা বিচ্ছিন্ন করে তোষকে মুড়িয়ে প্লাস্টিক দিয়ে প্যাঁচিয়ে বস্তায় ভরে ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা প্রত্যেকে হত্যাকান্ডের ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ