সোনারগাঁয়ে চুন কারখানাসহ ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

- আপডেট সময়- ০৬:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি চুন কারখানাসহ পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পানাম নগর ও দুলালপুর এলাকায় তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযানে দুলালপুর এলাকায় একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ উৎপাদন কাজে ব্যবহৃত তিনটি ভাট্টি এক্সেবেটর দিয়ে গুঁড়িয়ে দেয় তিতাসের অভিযানকারী ভ্রাম্যমাণ আদালত।
এরপর পানাম সিটি এলাকার প্রায় ৬কিঃমিঃ বিস্তৃত দুই হাজার বাসাবাড়ি পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ ও রাইজার। একই সঙ্গে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীগন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ আর্থিক জরিমানাসহ মামলাও দায়ের করছি। আমাদের এই অভিযান পরিচালনা চলমান থাকবে পাশাপাশি এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ